E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

২০২৩ অক্টোবর ০৫ ১৪:০৩:৪৬
কুলিয়ারচরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : সিনেমা ও নাটকে দেখেছি পুলিশ রিকশা চালক, দিনমজুর, কুলি, নির্মাণ শ্রমিক কিংবা নৌকার মাঝি সেজে ছদ্মবেশ ধারণ করে আসামি গ্রেপ্তার করতে। গত ৪ অক্টোবর বুধবার নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে হত্যা মামলার পলাতক আসামি আলমগীর (৪০) কে গ্রেপ্তার করতে দেখে সিনেমা নাটকের কথা মনে করিয়ে দিল পুলিশ।

চলতি বছরের ১২ সেপ্টেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় ১৪৩/৩৪২/৩২৩/৩০২/১১৪ পেনাল কোড ধারায় দায়ের করা হত্যা মামলা নং-৫ এর এজাহারনামীয় আসামি আলমগীরসহ অন্যান্য আসামিরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. লুৎফর রহমান মামলার তদন্তের দায়িত্ব পেয়ে অফিসার ও ফোর্স নিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করতে নারায়ণঞ্জ, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান। ইতোমধ্যে তিনি সংবাদ পান মামলার এজাহারনামীয় ৬নং আসামি আলমগীর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় শ্রমিকের কাজ করছেন।

সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মো. লুৎফর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল ও পুলিশ সদস্যরা লুঙ্গি, শার্ট ও গামছা পড়ে নির্মাণ শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে গত ৩ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে আলমগীরকে গ্রেপ্তারের পরিকল্পনা করে নির্মাণ শ্রমিকের কাজ খোঁজার বাহানা করে ওই এলাকায় যান। টানা ৩২ ঘণ্টা অভিযান পরিচালনা করে পরদিন ৪ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে আসামি আলমগীরকে চিহ্নিত করে ওই এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আলমগীর মামলার ৬নং আসামি। সে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা প্রকাশ করে। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মো. লুৎফর রহমান।

জানা যায়, ট্রাক্টর ভাড়ার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আসামি আলমগীরসহ ১৩/১৪ জন মিলে চলতি বছরের ১০ সেপ্টেম্বর কুলিয়ারচর উপজেলার ফরিদপুর পশ্চিমপাড়া গ্রামের মো. শিপন মিয়া (২৯) ও তার বাবা আব্দুর রাজ্জাক (৬৫) কে মারধর করে। ঘটনার দিন আহত অবস্থায় দুজনকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে আহত আব্দুর রাজ্জাক।

এ ঘটনায় নিহতের ছেলে আহত শিপন মিয়া বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর কুলিয়ারচর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকে মামলার এজাহারনামীয় আসামিরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মামলার এজাহারনামীয় ৪, ১০ ও ১১নং আসামি বিজ্ঞ হাইকোর্ট হতে জামিনে আসলেও অন্যান্য আসামিরা পলাতক থেকে যায়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এসএস/এএস/অক্টোবর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test