E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

২০২৩ অক্টোবর ০৫ ১৭:৩৪:০৭
কালিয়াকৈরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : “কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে আজ বৃহস্পতিবার সকালে হোপ ফর চিলড্রেন (HFC) এর আয়োজনে কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষক দিবস উপলক্ষে সকালে একটি র‍্যালি করা হয়। র‍্যালিটি কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে গাইনবাড়ীর রাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোপ ফর চিলড্রেন (HFC) এর সোস্যাল ওর্য়াকার(SW) জনি বম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হোপ ফর চিলড্রেন এর কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার। তিনি শিক্ষক দিবসের তাৎপর্য ও একজন শিক্ষক বা শিক্ষিকার কত শ্রম দিতে হয় একজন আদর্শ স্টুডেন্ট করে গড়ে তোলার জন্য ছাত্র/ছাত্রীদের কাছে ব্যাক্ত করেন।

আরো উপস্থিত ছিলেন,কালামপুর স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা, অত্র স্কুলের ছাত্র/ছাত্রীসহ অভিভাবকবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। বিশ্বের শিক্ষকদের অবদান স্বীকার, তাদের মূল্যায়ন এবং এগিয়ে নেয়াসহ শিক্ষক ও শিক্ষণ প্রক্রিয়ায় চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনেস্কো দিবসটি পালনের উদ্যোগ নেয়। শুরু থেকেই বাংলাদেশ এ দিবসটি পালন করে আসছে।

(আইএস/এসপি/অক্টোবর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test