E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

২০২৩ অক্টোবর ১০ ১৪:৩১:২৭
সুবর্ণচরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বিএনপির কেন্দ্রীয় নেতা নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদন্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের নেতৃত্বে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ অক্টোবর) রাত ৮ টায় চর ওয়াপদা ইউনিয়নের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চর ওয়াপদা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল কাসেম, চর ওয়াপদা যুবদলের সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন, আহবায়ক বেলাল হোসেন, যুগ্ন আহবায়ক ফোরকান উদ্দিন মাসুদ, কালাম প্রমূখ।

সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল হুদা।

প্রতিবাদে সমাবেশে যুবদল নেতা আব্দুর রহিম বলেন, নোয়াখালী ৪ আসনের বার বার নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে এ রায় ঘোষণা করেছে। আমরা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, এ রায় শেখ হাসিনার রায়, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, সকল দলীয় নেতাদের মুক্তি, খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করার দাবী জানান।

(আইইউএস/এএস/অক্টোবর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test