E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

২০২৩ অক্টোবর ১০ ১৬:৩১:০৯
কালিয়াকৈরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দূর্গা পূজার প্রতিমা তৈরিতে প্রতিটি মন্ডপে ব্যস্ত সময় পার করছে কারিগররা। আসন্নদূর্গা পূজাকে কেন্দ্র করে উপজেলায় ব্যস্ত হয়ে পড়ছে কারিগররা, খড়, কাঠ, সুতা, মাটি দিয়ে নিপুন হাতে তৈরি করছে দূর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ, কার্তিক, অসুর প্রতিমা পাশাপাশি বানানো হয়েছে সিংস, হাঁস, প্যাঁচা, ও সাপ, মহিষ। মন্ডপে মন্ডপে চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ আবার কোথাও চলছে রংতুলি দিয়ে রংয়ের কাজ, কোথাও আবার চলছে শাড়ী পড়ানোর কাজ। উপজেলার ১৩৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজার প্রতিমা তৈরির কাজ চলছে।

উপজেলার কালামপুর, চাপাইর, বরদল, ভৃঙ্গরাজ, বলিয়াদি, বড়ইতলী সেওড়াতলী, সাদল্লাপুর, গোসাত্রা চান্দাবর, বাশতলী, সৈয়দপুর, তালতলী, সফিপুর, মৌচাক, ভান্নারা, বোয়ালী, গোলয়া, গোবিনপুর সরজমিনে ঘুরে দেখা যায় দূর্গা পূজার আর মাত্র কয়েকদিন বাকি তাই প্রতিমা তৈরির মৃৎশিল্পী ব্যস্ত হয়ে পড়ছে। কার্তিক পাল, কৃষ্ণ পাল, দিলীপ পাল, উৎসব পাল, জয়দেব পাল সহ মৃৎশিল্পীরা জানিয়েছে প্রতিবছরের মতই তারা প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা তৈরি করছি। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে তাই বাড়ছে ব্যস্ততা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি অজিত কুমার সাহা জানান, পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে প্রত্যেকটি পূজা মন্ডপে সর্বক্ষণিক তদারকি ব্যবস্থা রাখা হয়েছে । সেই সাথে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, উপজেলায় ১৩৭ টি পূর্জা মন্ডপে পূর্জা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মিটিংয়ের মাধ্যমে সকল পূর্জা মন্ডপে একটি করে সি সি ক্যামেরা স্থাপন করা হবে, পূর্জা মন্ডপে নিজস্ব শৃঙ্খলা বাহিনী সহ পুলিশবিভাগ, আনসার বিভাগ, অন্যান্য বিভাগ তৎপর থাকবে।সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা সহ কন্ট্রোলিং স্থাপন করা হয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায়।

(আইএস/এসপি/অক্টোবর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test