E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ শহরে যানজট নিরসনে ওসি শাহ কামাল আকন্দের নয়া উদ্যোগ

২০২৩ অক্টোবর ১০ ১৮:২১:৩৭
ময়মনসিংহ শহরে যানজট নিরসনে ওসি শাহ কামাল আকন্দের নয়া উদ্যোগ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত সোমবার ও মঙ্গলবার ময়মনসিংহ মহানগরীকে যানজট মুক্ত করার অভিনব কৌশলে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এক নয়া উদ্যোগ গ্রহনের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

তিনি সোমবার ও মঙ্গলবার শহরে চলাচলকারী সকল অটোরিকশা/ সিএনজি চালকদের একত্রিত করে জয়নাল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেন।

এসময় ট্রাফিক ইনেসপেক্টর (এডমিন) সৈয়দ মাহাবুবুর রহমান সহ অটোচালক ও মালিক সমিতির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নগরীর যানজট নিরসনে অটো ও রিকশা চালাকদের প্রতি ওসি শাহ্ কামাল আকন্দের কিছু সচেতনতামূলক নির্দেশনা:

১. ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে অটো ও রিক্সা চালাতে হবে, রং সাইডে গিয়ে যানজট সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।

২. যত্রতত্র অটো থামিয়ে যাত্রী উঠানো এবং নামানো যাবে না।

৩. ভাড়া নেওয়ার জন্য রাস্তায় অটো বা রিক্সা থামিয়ে যানজট তৈরি করা যাবে না।

৪. যেখানে সেখানে যাত্রী উঠানো বা নামানো এবং ঘুরানো নামে যানজট সৃষ্টি করা যাবে না।

৫. গন্তব্যহীন কোন যাত্রীর রিজার্ভ ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে হবে।

৬. যাত্রীবেশধারী ছিনতাইকারী বা বখাটেদেরকে অটো বা রিক্সায় উঠানোর ক্ষেত্রে সর্তক থাকতে হবে।

৭. যাত্রীদের থেকে ভাড়া আদায়ের জন্য দীর্ঘসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা যাবে না, প্রয়োজনে ভাংঙ্গি টাকা সাথে বা রেডি রাখতে হবে।

৮. অচেনা যাত্রীর দেওয়া কোন পানীয় বা খাবার খাওয়া যাবে না।

আগামী ৩ দিনের মধ্যে সকল অটো ও রিকশা চালকদেরকে এই নির্দেশনা অনুযায়ী অটো ও রিকশা চালানোর জন্য বলা হয়েছে। পরবর্তীতে এই নির্দেশনা না মেনে অটো ও রিক্সা চালিয়ে যানজট সৃষ্টি করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

(এনআরকে/এসপি/অক্টোবর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test