E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে ব্যস্ত শিল্পীরা

রং তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা

২০২৩ অক্টোবর ১০ ১৮:৫৩:২০
রং তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : শরতের আবহে সেজে দুর্গাপুজোর আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। নারায়ণগঞ্জের মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ। পূজা ঘনিয়ে আসায় এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। কয়েকদিনের মধ্যেই রঙের প্রলেপ ও অঙ্গসজ্জার কাজ শুরু হবে। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব এবং ২৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী।

সরজমিনে দেখা যায়, নগরীর উকিলপাড়া, দেওভোগ, সাহাপাড়া, আমলাপাড়া, নয়ামাটিসহ নিতাইগঞ্জের বলদেব জিউর আখড়া মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ। ইতি মধ্যেই খড় আর কাঁদামাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরীর কাজ। এখন চলছে রং আর তুলি দিয়ে চলছে প্রতিমার সাজানোর কাজ। এছাড়াও প্রতিমা তৈরীর পাশাপাশি অন্যান্য মন্দিরের সাজসজ্জায় চলছে বিশেষ প্রস্তুতি।

জানা যায়, শুভ মহালয়া থেকে দেবীর আগমন ঘটবে। এবার মা দূর্গা ঘোটকে ভ্রমণ করে আসবে। ষষ্ঠীতে মাকে অকাল বোধন করা হবে। সপ্তমী, অষ্টমী ও নবমী মায়ের পূজা আরচোনা করা হবে এবং দশমীতে আবার ঘোটকে করেই বিদায় নিবে মা।

দশমীতে শহরের বিভিন্ন মন্দির থেকে বের করা হবে বিজয়া শোভাযাত্রা। শোভাযাত্রা চাষাঢ়া গোল চত্বর, গলাচিপা মোড়, নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট, ২নং রেল গেট হয়ে শীতলক্ষ্যা নদীর তীরে গিয়ে শেষ হবে।

হিন্দু ধর্মালম্বীরা জানান, আমাদের দূর্গা পূজাটা আসলে শুধু আমাদের মধ্যেই হয় না। সকল ধর্মের মানুষের সমন্বয়ে এটা করা হয়। সমস্ত বেদাভেদ ভুলে আমরা শারদ উৎসবে মেতে উঠি। যার ফলে আমরা নারায়ণগঞ্জে কখনো দূর্গা পূজায় শংকিত হই না। কারণ নারায়ণগঞ্জে অন্য ধর্মের মানুষ আমাদের প্রতি শ্রদ্ধাশীল আমরাও তাদের প্রতি অনেক শ্রদ্ধাশীল।

এবার নারায়ণগঞ্জ জেলায় মোট ২২৪টি দুর্গাপূজা হবে। এরমধ্যে সদরে ৪১টি, ফতুল্লায় ২৮টি, সিদ্ধিরগঞ্জে ৭টি, বন্দরে ২৮টি, সোনারগাঁওয়ে ৩৩টি, রূপগঞ্জে ৫৪টি ও আড়াইহাজারে ৩৩টি।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন এ বিষয়ে বলেন, শারদীয় দূর্গোপূজা উপলক্ষে ইতিমধ্যে একাধিক সভা করা হয়েছে। প্রত্যেকটা মন্দিরই অত্যন্ত সুষ্ঠুভাবে তারা পূজার প্রস্তুতি নিচ্ছে এবং কোথাও কোন ঝামেলা নেই।

বাঙালি উৎসবপ্রিয় জাতি, ধর্ম যার যার উৎসব সবার। আমরা শুধু আমাদের ধর্ম পালন করি কিন্তু এর মাঝে যে একটি উৎসব আছে সেই উৎসবটি আমরা সকল ধর্মের মানুষের সাথে উদযাপন করি। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে ইতিমধ্যে কথা বলেছি। তারা আমাদের সার্বিক নিরাপত্তা ও সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু এটা নির্বাচনের বছর তাই সকল রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ ও প্রত্যাশা করবো শারদীয় দুর্গোৎসবের এই সময়টায় যেন তারা কোন আন্দোলন কর্মসূচি না দেয় এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যেন আমাদের পাশে থাকে নারায়ণগঞ্জ থেকে সারা দেশব্যাপী আমাদের এই আবেদনটি থাকবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৩ ধাপে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছি।

(এস/এসপি/অক্টোবর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test