E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা জেলা প্রশাসক খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত

২০২৩ অক্টোবর ১১ ১৪:২৩:৫৮
মাগুরা জেলা প্রশাসক খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ  খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত হলেন।

বিভাগীয় যাচাই-বাছাই কমিটির সভাপতি মোঃ হেলাল মাহমুদ শরীফ বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ, খুলনা ও যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

বিভাগীয় পর্যায়ে মানসম্মত ও আধুনিক প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে বিভাগের দশটি জেলার মধ্যে মাগুরা জেলা প্রশাসক কে সেরা জেলা প্রশাসক হিসেবে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে প্রাথমিক শিক্ষা বিভাগ। সেরা শিক্ষক- শিক্ষিকা,কাব শিক্ষক কর্মকর্তা কর্মচারীসহ সর্বমোট ১৮ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য এ নির্বাচন দেওয়া হয়।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জানান,, আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ পর থেকে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এর মধ্যে জেলার সব কয়টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় "১৫ দফা বাস্তবায়ন অন্যতম"।

জেলা ব্যাপী পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে দিনব্যাপী আলোচনা সভা ও অবহিতকরণ, পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল চালু,অভিভাবকদের বিশ্রামের জন্য গোলঘর, ফুলবাগান স্থাপনসহ নানা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া জন্ম মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে পরপর ৪-বার মাগুরা জেলা প্রথম স্থান অধিকার করেছে।

(বিএসআর/এএস/অক্টোবর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test