E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের কারাদণ্ড ও আর্থিক জরিমানা

২০২৩ অক্টোবর ১২ ১৩:৩৪:০৩
আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের কারাদণ্ড ও আর্থিক জরিমানা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে মেয়র জাহাঙ্গীরকে আরো সাত দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন।

আগামী এক সপ্তাহের মধ্যে জাহাঙ্গীরকে অবিলম্বে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আদালত অবমাননার আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ্‌ মঞ্জুরুল হক।

এর আগে আদালত অবমাননার দায়ে জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি ২৪ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ।

ধার্য তারিখে (২৪ আগস্ট) আদালতে হাজির হন জাহাঙ্গীর। তিনি আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

গত ২৪ আগস্ট শুনানি নিয়ে আপিল বিভাগ ১২ অক্টোবর শুনানির তারিখ রাখেন। এদিন সকাল ৯টায় জাহাঙ্গীরকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী, তিনি আজ আদালতে হাজির হন।

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিএনপির একজন নেতা। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন।

(এসএএস/এএস/অক্টোবর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test