E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে বিসিবি সভাপতির দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

২০২৩ অক্টোবর ১৩ ১৪:৫৯:৩১
কুলিয়ারচরে বিসিবি সভাপতির দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

১২ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ফরিদপুর, সালুয়া ও উছমানপুর ইউনিয়নসহ কুলিয়ারচর পৌরসভায় গণসংযোগ ও পথসভা করে নেতাকর্মীদের খোঁজ খবর নেন তিনি।

এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক আবু বাক্কার, রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আমিরুল ইসলাম, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইউসুফ মিয়া, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হীরা মিয়া সরকার, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাশেমী রাসেল, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, উপজেলা যুবলীগ সাবেক আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, মো. আলমগীর হোসেন ও মো. আতিকুর রহমান পরশসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ফরিদপুর মাজার শরীফ জিয়ারত করেন। পূর্ব ফরিদপুর গ্রামে কাস্টমস অফিসার মো. জাকির হোসেনের মরহুম পিতা আবুল কালাম আজাদ ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য মহসিন এর পিতা মরহুম আব্দুস সাত্তারের কবর জিয়ারত করেন।

এছাড়া ফরিদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ও ফরিদপুর মাজার শরীফ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেন। পরে সালুয়া ইউনিয়নের আনামুখ ধোয়া বাজারে ও ডুমরাকান্দা বাজারে সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করেন। বিকালে পৌর এলাকার বড়খারচর, উছমানপুর ইউনিয়ন পরিষদ ও চৌমুড়ি বাজারে পথসভা করেন। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অসুস্থ আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ এর বাড়িতে গিয়ে তার শরীরের খোঁজ খবর নেন।

পথসভায় নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবেনা বলে জানা যাচ্ছে। তারপরও ষড়যন্ত্র থেমে নেই, তা মোকাবেলা করতে চোখ কান খোলা রাখতে হবে। সব বাধা পেরিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কোন ষড়যন্ত্র নির্বাচন রুখতে পারবে না। দেশী ও বিদেশী চক্রান্ত দেশের উন্নয়ন ঠেকাতে দেশকে ধ্বংস করতে পায়তারা করছে। সংবিধান মেনে এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কোন ষড়যন্ত্র নির্বাচন রুখতে পারবে না। তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

(এসএস/এএস/অক্টোবর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test