E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

২০২৩ অক্টোবর ১৪ ১৭:১৩:২০
মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হন। তার অবস্থা অশঙ্কাজনক। 

জানা গেছে, আজ শনিবার ভোররাতে মাগুরার শ্রীপুর উপজেলার অমলসার ইউপির কচুবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন রাশেদ শেখ কানু (৪৪) ও সবিরন বেগম (৩৯)। জাহাঙ্গীর শেখ (৪০)কে অসংখ্য জনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ভোর চারটার দিকে ওই এলাকার আলম শেখের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। পাশে একটি বসত ঘরে থাকা সবিরন বেগম অগ্নিকাণ্ডে পুড়ে যায়। সংবাদ জানতে পেরে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে পৌঁছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের মধ্য থেকে সমিরন বেগমের মৃতদেহ উদ্ধার করে। প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ আগুন নিভানোর জন্য এগিয়ে আসলে তারা ২ জন বিদ্যুৎ পৃষ্টে আহত হয়। এক পর্যায়ে এদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আরশেদ শেখের মৃত্যু হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার পরিমল কুমার ভৌমিকের নেতৃত্বে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজন নিহত কে উদ্ধার করি ২-জন আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা পাঠানো হয়েছে।

(বিএস/এসপি/অক্টোবর ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test