E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধিরগঞ্জের একটি ফিলিং স্টেশনে আগুন

২০১৪ এপ্রিল ৩০ ২১:০২:৫৯
সিদ্ধিরগঞ্জের একটি ফিলিং স্টেশনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-নাসিক এর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম হ্ত্যাকাণ্ডের জের ধরে বিক্ষুব্ধরা সিদ্ধিরগঞ্জের একটি ফিলিং স্টেশনে আগুন দিয়েছে।

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকার মেসার্স স্যান্স ফিলিং স্টেশানে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষর্দর্শীরা।
দূর থেকে সেই আগুনের দৃশ্য দেখা যাচ্ছে। এ সময় বিক্ষুব্ধরা ফিলিং স্টেশনে থাকা থাকা একটি ট্রাক ও বাস ভাংচুর করা হয়। এছাড়া ফিলিং স্টেশনে বিভিন্ন ঘরেও ভাংচুর করা হয়।
এলাকাবাসী জানান, এ ফিলিং স্টেশনের মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াসিন। এই অপহরণের ঘটনার সঙ্গে ইয়াসিন জড়িত বলে বিক্ষুব্ধরা অভিযোগ করছেন। আগুন দেয়ার পর লোকজন লাঠিসোটা নিয়ে পাম্পটিকে ঘিরে রেখেছেন।
বুধবার বিকালে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামের লাশ সনাক্ত করে তার পরিবার। এ সময় আরো তিনটি লাশ উদ্ধার করা হয়।
এ খবর এলাকার পৌঁছার সঙ্গে সঙ্গেই নজরুল-সমর্থকরা রাস্তায় নেমে আসে। এর আগে নজরুলসহ পাঁচ জন অপহরণের ঘটনায় টানা চতুর্থ দিনের মতো ওই এলাকায় সড়ক অবরোধ করেন নজরুল-সমর্থকরা।
তারা বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে সানারপাড় পর্যন্ত সিমেন্টের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে নজরুল-সমর্থকরা।
এছাড়াও এ এলাকায় অন্তত ১৫টি স্পটে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে যানবাহনে ব্যাপক ভাংচুর করছে বিক্ষুব্ধরা। এরপর থেকেই রাস্তায় লোকজন বাড়তে থাকে। বাড়তে থাকে বিক্ষোভের মাত্রাও।
এর আগে এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে টানা সাড়ে ঘণ্টা অবরোধের পর দুপর ২টায় তারা সড়ক থেকে চলে যান। কিন্তু লাশ সনাক্তের পর তারা আবার রাজপথে অবস্থান নেন।
গত রোববার নিজের মাইক্রোবাসে করে যাওয়ার সময় নজরুলসহ পাঁচজন অপহৃত হন। ওইদিন বিকালেই তার মাইক্রোবাসটি গাজীপুরের ভাওয়াল গড় এলাকা থেকে উদ্ধার করা হয়।
(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test