E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সংস্কৃতি চর্চার মূল উদ্দেশ্য সংস্কৃতি বোধ সম্পন্ন মানুষ তৈরি করা’

২০২৩ অক্টোবর ১৫ ১৬:০৮:৫০
‘সংস্কৃতি চর্চার মূল উদ্দেশ্য সংস্কৃতি বোধ সম্পন্ন মানুষ তৈরি করা’

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘আমরা যে উৎসব গুলো করি, আমরা রবীন্দ্র সম্মিলন পরিষদের উৎসব করেছি-জাতীয় উৎসব, আমরা এখানে প্রতি বছরই চেষ্টা করেছিলাম, মাঝখানে কারোনার কারণে হয়নি। শিশুদের একটা উৎসব-ছড়া কবিতা, এ ধরণের নানা আয়োজন আমরা করি। আয়োজনের জন্য নয়, প্রয়োজনেই করি। কিন্তু পাশাপাশি মনে প্রশ্ন জাগে, এই যে আয়োজন গুলো করলাম, তার পরবর্তীতে আমরা ফল হিসেবে কি পাচ্ছি? এর জন্য অর্থ ব্যয় হচ্ছে, অনেক মানুষ পরিশ্রম করছে, সময় ব্যয় করছে, করে যে ঘটনাটা ঘটানো হলো, এর পরবর্তী প্রভাব আমাদের জীবনে, সমাজে, শিশুদের জীবনে কতটুকু পড়ছে?’

নীলফামারী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল শনিবার বিকেলে তৃতীয়বারের মতো সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে দেশের প্রধানতম সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর সাংস্কৃতিক আন্দোলনের নানান দিক নিয়ে আলোচনা করেছেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘এটা একটা ভাববার বিষয় আছে। মঞ্চে তিন-চারদিন ধরে উৎসব করলাম, গান করলাম, নৃত্য করলাম৷ তারপর যে যার মতো বাড়ি চলে গেলাম৷ যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের উৎসব গুলোর মূল উদ্দেশ্য সেটা...! উৎসবের মূল উদ্দেশ্য হলো, সবার চেষ্টাকে এক জায়গায় সংহত করা’।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আরিফউজ্জামান, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল। উৎসবে স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

মঞ্চ নাটকের এই শক্তিমান অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা সারা বছর ধরে যা করলাম, তার কিছু প্রমাণ আমরা মঞ্চে রাখলাম। মঞ্চে আমরা কিছু করে দেখলাম, কিন্তু সারা বছর কোন খবর নাই। বিষয়টা কিন্তু এমন নয়। সারা বছরের প্রচেষ্টার দৃষ্টান্ত গুলো আমরা মঞ্চে তুলে আনতে চাই।’

নীলফামারী-২ আসনের স্থানীয় সংসদ সদস্য তাঁর গৃহীত বিভিন্ন উদ্দ্যোগের প্রসঙ্গ টেনে বলেন, ‘যেমন আমরা বিবিধভাবে বাচ্চাদের ছড়া কবিতা লেখার উদ্যোগটা নিলাম, তখন দেখা গেল যে বাচ্চারা প্রায়শই জিজ্ঞেস করে যে, এর পরেরটা কবে। আমরা যখন বাচ্চাদের দেয়ালে দেয়ালে ছবি আঁকা শুরু করলাম, তখন কেউ যদি বাদ পড়ত, বাচ্চাদের বাবা-মা প্রশ্ন করত, আবার কবে ছবি আঁকা হবে। এই যে উদ্দোগটা শিশুদের মধ্যে যতটুকু আছে, অভিভাবকদের মধ্যে ততটুকু আছে কি না আমার সন্দেহ। এই উদ্দোগটা খুব প্রয়োজন। এই উদ্দোগটা যদি না থাকে আমাদের মধ্যে তবে আমাদের সংস্কৃতি অঙ্গনে যে বর্তমান অবস্থা সেটাকে আমি উৎসাহব্যাঞ্জক মনে করি না।’

নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তাঁর নির্বাচনী এলাকায় গৃহীত ‘রাঙ্গাঁও তোমার শহর’ কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, 'আমাদের বাচ্চারা যারা দেয়ালে দেয়ালে ছবি আঁকতো তাদের মধ্যে অন্তত দুইজন এখন ঢাকায় চারুকলায় লেখাপড়া করছে। সেটাও আমাদের খুব আশার কথা।’

সরকারের সাবেক এই সংস্কৃতি বিষয়কমন্ত্রী বলেন, ‘কিন্তু যারা শিল্পচর্চা করছে, কিছু কিছু নতুন মুখ দেখতে পাই। কিন্তু কিছু মানুষ গান গাইলো, কিছু মানুষ নৃত্য পরিবেশন করলো, কিছু মানুষ আবৃত্তি করলো, কিছু মানুষ নাটক করলো- এটি সংস্কৃতি চর্চার মূল লক্ষ্য নয়, সংস্কৃতি চর্চার মূল লক্ষ্য হলো সংস্কৃতি বোধ সম্পন্ন মানুষ তৈরি করা। অর্থ্যাৎ সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষ তৈরি করা।

সবাই বড় কবি হবে না, সবাই বড় লেখক হবে না, সবাই বড় অভিনয় শিল্পী হবে না, গায়ক হবে না, নৃত্য শিল্পী হবে না। সবাই এ বিষয় গুলোতে আগ্রহী হবে। একটা আগ্রহী সমাজ আমরা গড়ে তুলবো, সেটাই লক্ষ্য হওয়া উচিত।

মঞ্চে কতজন পরিবেশন করে, কিছু মানুষ গান গায়, কিছু মানুষ নৃত্য করে, দর্শক সারিতে মানুষের সংখ্যা কত বেশি, সেটাই হলো মূল বিষয়। আমাদের দর্শকের সারিতে কত শত কত হাজার মানুষ দেখছে, সেটা। সেটা কি আমরা তৈরি করতে পারছি।

(ওকে/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test