E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব

শৈলকূপায় ৫ সহস্রাধিক নিরপরাধ ব্যক্তি বিভিন্ন মামলার আসামী

২০২৩ অক্টোবর ১৭ ১৭:৩২:৪৮
শৈলকূপায় ৫ সহস্রাধিক নিরপরাধ ব্যক্তি বিভিন্ন মামলার আসামী

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় প্রতিপক্ষকে ঘায়েল করতে একের পর এক জড়ানো হচ্ছে মিথ্যা মামলায়। এতে একদিকে যেমন আদালতে মামলা জট বাড়ছে, তেমনি নিরাপরাধ মানুষকে পোহাতে হচ্ছে দুর্বিষহ ভোগান্তি । এরই ধারাবাহিকতায় গত এক দশকে ৫ সহস্রাধিক নিরাপরাধ ব্যক্তি মিথ্যা মামলায় আসামী হয়েছে। একের পর এক এই প্রবণতা বেড়ে চলায় আতংকিত ওই জনপদের মানুষ।

সর্বশেষ গত সোমবার উপজেলার মীনগ্রামের ইউপি সদস্য খুন ও বাড়িঘর ভাংচুর-লুটপাট ঘটনার পর এবার মামলায় গণ আসামী হওয়ার আতংকে দিন পার করছে এলাকাবাসী। হত্যাকাণ্ডের ঘটনার পর সোমবার সকালে নিহতের সমর্থকরা প্রতিপক্ষ গ্রুপের ১৭ টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার পর ওই সকল বাড়ি-ঘরের বাসিন্দাসহ অন্তত ৫০ পরিবারের সদস্যরা বাড়িছাড়া হয়েছে। এখন তাদের ভেতর কাজ করেছে আসামীর তালিকায় নাম চলে আসার আতংক। এর আগে শৈলকূপার বিভিন্ন গ্রামে এ ধরনের ঘটনায় শত শত ব্যাক্তি আসামি হয়েছে। এই ভাবে একটি হত্যাকাণ্ডের ঘটনায় শতশত ব্যাক্তিকে আসামী করার পাশাপাশি তাদের বাড়ি-ঘর ভাঙচুর করার কারণে শৈলকূপার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে পড়েছে। একদিকে আসামীরা তাদের জামিন, কোর্ট হাজিরাসহ এই সংক্রান্ত যাতায়াত খরচসহ নানাবিধ খরচের পাশাপাশি বাড়ি-ঘর ভাঙচুর করার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

তথ্য নিয়ে জানা গেছে, উপজেলার সারুটিয়া, উমেদপুর, মনোহারপুর, নিত্যানন্দপুরসহ বিভিন্ন ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক কোন্দল থেকে হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত ৫ হাজার মানুষ আসামী হয়েছে। সেখানে একটি হত্যাকাণ্ডের ঘটনায় ৫-৭ ব্যক্তি জড়িত থাকলেও মামলায় আসামী করা হয়েছে শতশত ব্যক্তিকে। একই সাথে মামলার কারনে বাড়িছাড়া হওয়ার সুযোগে বাদী পক্ষ আসামী পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়ে আসছে। গত এক দশকে হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় ৫ হাজার নিরপরাধ ব্যক্তিকে আসামী করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক কারণে সেখানে যত খুশি তত নিরাপরাধ ব্যক্তিকে আসামী করে বাড়ি ছাড়া করা হয়েছে। বছর থেকে বছর ওই সকল পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছে। সম্প্রতি পুলিশ প্রশাসন কতিপয় দানশীল ব্যক্তির সহায়তায় কিছু পরিবার নতুন করে বাড়িঘর তৈরও করে তাদের শুন্য ভিটায় ফিরে আসলেও আবারো পাশ্ববর্তী এলাকার জনপদে নতুন করে বাড়িছাড়া ও গণ আসামী হওয়ার আতংক ভর করেছে বেশকিছু এলাকার মানুষের মাঝে।

শৈলকূপা পৌরসভার মেয়র আশরাফুল আজম জানান, গত দশ বছরে শৈলকূপায় যে হত্যাকাণ্ডেট ঘটনা ঘটেছে সেখানে অধিকাংশ মামলায় প্রকৃত আসামী বাদ দিয়ে হাজার হাজার নিরাপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে। এসকল নিরপরাধ ব্যক্তিদের আসামী করার পেছনে রয়েছে হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অপকৌশল। তিনি আক্ষেপ করে বলেন গত ১০ বছরে শৈলকূপাতে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয় কতিপয় জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করে আসছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সকলের জন্য কাজ করা উচিত। সেই সাথে ওই জনপদকে শান্ত রাখতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মূলত তাদের ব্যর্থতায় শৈলকূপা জনপদ আজ রক্তের হোলি খেলায় মত্ত।

শৈলকূপা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল জানান, আমি যোগদান করার পর গতকালই প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। আমি চেষ্টা করবো নিরপরাধ কোন ব্যক্তি যেন মামলায় যুক্ত না হয়।

(একে/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test