E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

২০২৩ অক্টোবর ১৭ ১৯:১০:২১
শৈলকূপায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপার আবাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রিপন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর এলাকার চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদের সঞ্চালনায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান জিসান, উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, উপজেল ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিহত রিপন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার বাবা আবুল কালাম আজাদ দীর্ঘ ৪২ বছর ধরে আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগকে আগলে রেখেছেন। বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা কাপুরুষের মতো রাতের আঁধারে তাকে নৃশংসভাবে হত্যা করেছে।

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, গত সোমবার ভোরে থানা থেকে একটি সালিসি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আবাইপুর বাজারের ওয়াপদা এলাকায় পৌঁছালে হাবিবুর রহমান রিপনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা।

(একে/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test