E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

২০২৩ অক্টোবর ১৮ ১৮:৫৪:৫৬
কুলিয়ারচরে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

গত ১৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি’র এই নেতাকে তার নিজ বাড়ি নলবাইদ থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে গত ১২ ফেব্রুয়ারি কুলিয়ারচর থানায় ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ এবং তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩-ক ধারায় দায়ের করা মামলা নং-৮ এর সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ১৮ অক্টোবর বুধবার পুলিশ প্রহরায় কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কাউসার আল মাসুদ।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১২ ফেব্রুয়ারি সকালে কুলিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে বে- আইনী জনতাবন্ধে মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা হাঙ্গামা ও নাশকতা করার উদ্দেশ্যে পুলিশের কর্তব্য কাজে বাধাদানসহ পুলিশের উপর হামলা চালাইয়া সাধারণ ও গুরুত্বর জখম করতঃ বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটাইয়া ক্ষতি সাধন করার উদ্দেশ্যে জনমনে আতঙ্ক ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ আনয়ন করা হয়েছে।

বিনা কারণে একটি পুরাতন মামলায় তাকে গ্রেপ্তার করায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত ও সাধারণ সম্পাদক এম এ হান্নান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

(এসএস/এএস/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test