E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে নাশকতার অভিযোগে জামাত-শিবিরের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০১৪ নভেম্বর ০৫ ১৩:৩৬:৫২
শেরপুরে নাশকতার অভিযোগে জামাত-শিবিরের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : হরতাল চলাকালে নাশকতা ও ভাংচুরের অভিযোগে বগুড়ার শেরপুরে জামাত-শিবিরের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।এ ঘটনায় শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, জামাতের আমীর মতিউর রহমান নিজামীকে ফাঁসির রায়ের প্রতিবাদে ৭২ ঘন্টা হরতালের শেষ দিন গত সোমবার সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মদনপুরে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় জামাত-শিবির কর্মীরা।

এ ঘটনায় মঙ্গলবার শেরপুর থানায় এসআই ফারুকুল ইসলাম ১০ জন জামাত-শিবিরকর্মীর নাম উল্লেখসহ ৩৫ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ও ২৫ (খ) এবং ১৯০৮ সালের বিস্ফোরক আইনে মামলা (নং ২) দায়ের করেন।

পুলিশ মঙ্গলবার রাতে এ মামলায় শিবিরকর্মী উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মোমিনপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে আফজাল হোসেন (৩০) ও জুয়ানপুর গ্রামের হায়দার আলীর ছেলে ফেরদৌস (২২) কে গ্রেপ্তার করে।

শেরপুর থানার এসআই ফিরোজ হোসেন জানান, হরতালে মহাসড়কে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরনের ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




(এনএএম/এসসি/নভেম্বর০৫,২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test