E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাজীগঞ্জে বাপ্পী হত্যা মামলায় সফলতা দেখালো পিবিআই

২০২৩ অক্টোবর ১৯ ১৫:৫৩:৪২
হাজীগঞ্জে বাপ্পী হত্যা মামলায় সফলতা দেখালো পিবিআই

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : প্রায় সাড়ে ৩ বছর পর হাজীগঞ্জের আবু বকর  বাপ্পী (৩২) হত্যা মামলা রহস্যের জট খুলতে শুরু করেছে। এ মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

এর আগে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারী নিখোঁজের ৩ দিন পর হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া গ্রামের একটি পুকুর থেকে বাপ্পীর লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। এর পরেই নিহতের বাবা আলহাজ্ব সেলিম মিয়া বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের বৈষ্ণব বাড়ির গৌতম চন্দ্র সাহা (২৭), একই বাড়ীর জীবন সাহা নিরব ওরফে সাগর (২৫), অন্তু সাহা (২৯) ও লাকসামের বাসিন্দা বর্তমানে মকিমাবাদ সেবাশ্রমে বসবাসকারী সুকেশ কান্তি চৌধুরী (৪৩)।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই, চাঁদপুর এর উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম মীর জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

মামলার তদন্তকালে বাদীর এজাহার পর্যালোচনায় ঘটনাস্থলের আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ, মোবাইলের কললিষ্ট ও তদন্তে সন্দেহ হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুকেশ ও গৌতম মামলার বাদী ও নিহতের বাবা সেলিম মিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

উল্লেখ্য, নিখোঁজের তিনদিন পর ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের সোলেমান বেপারী বাড়ি ওরফে হুনার বাড়ির পুকুর থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি আলহাজ সেলিম মিয়ার বড় ছেলে মো. আবু বকর বাপ্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বাপ্পী। পরবর্তীতে তার কোন খোঁজ না পেয়ে পরদিন তার বাবা আলহাজ¦ মো. সেলিম মিয়া হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি (নং- ১০৪১) করেন। নিহত মো. আবু বকর বাপ্পী পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বাসিন্দা। তার স্ত্রী এবং মো. আব্দুল্লাহ্ (৫) ও আদিবা (৩) নামের দুই শিশু সন্তান রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি সকালে পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার সোলেমান বেপারী বাড়ির পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, তৎকালীন হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদসহ জিডির তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. সুমন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা।

পরে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন এবং ঘটনার সাথে জড়িত বিভিন্ন আলামত সংগ্রহ করে। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে নিখোঁজ বাপ্পীর পরিবারের লোকজন উপস্থিত হয়ে তার মরদেহ নিশ্চিত করেন। এরপর চাঁদপুর সদর হাসপাতাল ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বাপ্পীর মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরদিন ২৩ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পিবিআইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করে নিহত আবু বকর বাপ্পীর বাবা আলহাজ মো. সেলিম মিয়া জানান, ওই সময়ে হাজীগঞ্জ থানা পুলিশ, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন এবং আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। আশা করি খুব শীঘ্রই রহস্য উদঘাটন করবে আইন-শৃঙ্খলা বাহিনী।

(ইউএইচ/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test