E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে সেজেছে প্রতিটা মণ্ডপ

২০২৩ অক্টোবর ১৯ ১৮:১৩:৫৭
দিনাজপুরে সেজেছে প্রতিটা মণ্ডপ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : 'ঢাক, কাসর, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরে আগামীকাল (২০ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এরই মধ্যে দিনাজপুর জেলায় শুরু হয়েছে আয়োজন।

দেবী বোধন এবং ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হতে চল শারদীয় দুর্গাপূজা দুর্গা উৎসবের শেষ মুহূর্তে চলছে রং এর কাজ দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতিবাদ কারিগরিরা এক বছর পর আবার এসেছেন দেবী দুর্গা নদীর পাড়ের কাশফুল দিগন্তর প্রান্তরে শিউলি ফুলের ঘ্রাণ জানান দিচ্ছে আগমনী বার্তা। শিল্পীদের রং তুলিতে ফুটি উঠেছে প্রতিমার আবয়।

এ বছরে জেলায় মন্ডপের সংখ্যা ১৫ শত। ব্যাপক উদ্দীপনার রয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
দিনাজপুর পুজা উদযাপন কমিটির সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু জানান, দিনাজপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সুপ্রিয় দিনাজপুর বাসিকে ও বাংলাদেশর সমস্ত জণসাধারণকে সারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো এবার ও দিনাজপুরে অত্যন্ত শারদিয় দূর্গউৎস এ সব শুরুর প্রকিয়া চলছে। প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন প্রতিটা মন্ডপে প্রতিটা দেবী দূর্গা বরনের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে দূর্গা পুজা।

রাজবাড়ি শিবতলী সার্বজনীন দূর্গা পূজার সভাপতি দেবানন্দন ভট্টাচার্য জানান, প্রতিমার রঙ হয়ে গেছে আনুষাঙ্গিক পূজার যে কাজ তার জোগাড় হয়ে গেছে, এর মধ্যে মহালয়ার অনুষ্ঠান উদযাপন করেছি, বিভিন্ন ধর্মের লোকেরা মিলি আমরা এই আয়োজন করে থাকি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রনি গোষ্ঠীর মিলি ও যাও উদযাপন করে থাকি। বিশেষ করে মন্ডপে নিরাপত্তার জন্য গুরুত্ব দিয়ে থাকি। নিরাপত্তা স্বার্থে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি আমরা পুজোর জন্য প্রস্তুত।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, জানান সম্মিলিত প্রচেষ্টার দুর্গাপূজার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শারদীয় উৎসবে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।তিনি আরো জানান দিনাজপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিক জেলা যে উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় এবং সংখ্যাগত দিক থেকে বাংলাদেশের যে পূজা মন্ডপ গুলো স্থাপিত হয় তাদের তাদের মধ্যে দিনাজপুর দ্বিতীয় বৃহত্তর। দিনাজপুরের পূজা মন্ডপে নিরাপত্তায় সর্বত্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। পর্যাপ্ত পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে সাদা পোশাকে পর্যাপ্ত পরিমাণে জনবল দায়িত্বে থাকবে। তারা জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবেন।সঠিক ভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করবেন। যদি কোথাও কোন নেতিবাচক তথ্য তাদের কাছে আসে, সেগুলো আমাদের কাছে জানাবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যানজ কেন সৃষ্টি না হয় যান চলাচল যেন সঠিকভাবে সেজন্য অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থায় হয়েছে।

(এসএস/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test