E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল 

২০২৩ অক্টোবর ২০ ১৭:৩৭:১০
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল 

আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বাদ জুমা উপজেলার বিভিন্ন স্থানে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে শ্রীনগর চকবাজার শাহী জামে মসজিদ, শ্রীনগর জীপ ষ্ট্যান্ড জামে মসজিদ, শ্রীনগর সদর বাজার জামে মসজিদ, শ্রীনগর মডেল মসজিদের মুসল্লিগণ খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করে। পরে তারা শ্রীনগর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শ্রীনগর এম রহমান কমপ্লেক্সে সামনে এসে মিলিত হয়ে ফিলিস্তিনে বোমা হামলায় নিহতদের জন্য দোয়া ও মোনাজাত এর আয়োজনে করে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জুয়েল লস্কর, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন উপস্থিত ছিলেন।

(এএম/এসপি/অক্টোবর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test