E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সড়ককে নিরাপদ রাখতে সচেতনতা প্রয়োজন

২০২৩ অক্টোবর ২২ ১৪:২৬:০২
সড়ককে নিরাপদ রাখতে সচেতনতা প্রয়োজন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যশোরে র‍্যালি ও আলোচনা সভা করা হয়েছে। এবার নিরাপদ সড়ক দিবস পালনের প্রতিপাদ্য বিষয় 'আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি'। রবিবার সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন যশোর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে আয়োজন করে।

র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) আলী আহমেদ হাশমী, সিভিল সার্জন যশোরের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটি যশোরের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বলেন, রেজিস্টেশনবিহীন যানবাহন রেজিস্টেশনের আওয়াতায় আনতে হবে। প্রতিনিয়ম সড়কে দূর্ঘটনা ঘটছে। অনেক সময় দূর্ঘটনার কারণ সনাক্ত করা কঠিন হয়ে যায়। নিরাপদ সড়কের আন্দোলন দীর্ঘদিনের ১৮ সালে এটা নিয়ে আইন পাশ হয়। সর্বপরি সড়ককে নিরাপদ রাখতে প্রত্যেককে সচেতন হতে হবে।

এছাড়া জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, স্কুল -কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত চালককে চশমা উপহার দেওয়া হয়।

(এসএমএ/এএস/অক্টোবর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test