E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেট সীমান্তের বড় চোরাকারবারি বরিশাল্যা নিয়াজ এখন কোথায়?

২০২৩ অক্টোবর ২৪ ১৩:৫৮:১১
সিলেট সীমান্তের বড় চোরাকারবারি বরিশাল্যা নিয়াজ এখন কোথায়?

বিশেষ প্রতিনিধি : সিলেট সীমান্তে সবচেয়ে বড় চোরাকারবারিদের একজন বরিশাল্যা নিয়াজ। দেশের বাড়ী বরিশাল হওয়ার কারণে তাকে সবাই বরিশাল্যা নিয়াজ নামেই জানেন। চিহৃিত এই চোরাকারবারি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন ভারত থেকে চোরাকারবারি'র মাধ্যমে বিভিন্ন কসমেটিক ও কাপড়ের এনে। সম্প্রতি কর্তব্যরত সিআইডি পুলিশের উপর হামলা মামলার অন্যতম আসামী নিয়াজ পুলিশের খাতায় একজন পলাতক আসামী হলেও পুলিশের নাকের ডগার উপর দিয়ে ঘুরাফেরা করছেন তিনি। অথচ সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ নাকি কোন আসামীকে খুঁজেই পাচ্ছেন না।

বরিশাল্যা নিয়াজের নামে সিলেটের বিভিন্ন থানায় বেশ কিছু মামলা থাকলেও আগাগোড়াই পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি।

নিয়াজ প্রায় খালি হাতে বরিশাল থেকে সিলেটে এসে জড়িয়ে পড়েন চোরাকারবারিতে। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি সব সময় ম্যানেজ করে তার অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানান তার এক ঘনিষ্ঠজন। মাঝে মাঝে প্রশাসনের কেউ তার চোরাচালানের গাড়ি আটকালে তিনি প্রশাসনের কর্তব্যরত ওই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষিপ্ত হন এবং তাকে লোক মারফত নানা রকম হুমকি ধামকিও দিয়ে থাকেন। এদিকে অনুসন্ধানে জানা যায় যখন বরিশাল্যা নিয়াজ কোন মামলায় জড়িয়ে যান তখন তিনি সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের উন্দারপাড়া গ্রামের ইকবালের আশ্রয়ে থাকেন। ইকবালই তাকে পালিয়ে থাকতে সব ধরণের সহযোগিতা করে থাকেন বলেও জানা যায়। সম্প্রতি সিলেট সিআইডি পুলিশের উপর হামলায় সিলেট সিআইডি'র পক্ষ থেকে যে দু'টি মামলা করা হয়েছে, তার একটিতে ৪ নং এবং অপরটি ৫ নং আসামী হিসেবে বরিশাল্যা নিয়াজের নাম রয়েছে বলে মামলার এজাহার ও পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

(আরআর/এসপি/অক্টোবর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test