E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, কথিত ৩ সাংবাদিক গ্রেফতার

২০২৩ অক্টোবর ২৫ ১৬:৫১:৫৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, কথিত ৩ সাংবাদিক গ্রেফতার

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় দোকানির কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিন কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব-৪। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করে। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আদালাতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মো. আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুর জেলার সালথা থানার মো. শামীম (৪৫) ও আশুলিয়ার ইয়ারপুর মন্ডলপাড়া এলাকার মো. কাহিরুল ইসলাম ওরফে খাইরুল (৪৫)। ভুক্তভোগী মফিজ শেখ (৫৫) আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার ইলেকট্রনিক মেকানিক। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আবু ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয়ে ভুক্তভোগীর দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স আছে কিনা দেখতে চায় আসামিরা। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। কথাবার্তায় সন্দেহ হলে চাঁদার টাকা পরদিন মঙ্গলবার দিতে স্বীকার করেন ভুক্তভোগী। পরে সেদিন ভুক্তভোগীর কাছে চাঁদা দাবি করলে ভুক্তভোগীর সন্দেহ হলে তিনি তাদের পরিচয়পত্র দেখতে চান। পরে পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে র‍্যাবের টহল দলের কাছে তুলে দেন ভুক্তভোগী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছিল। পরে দাবিকৃত টাকা নিতে আসলে তাদের আটক করা হয়। আসামিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। তারা সাংবাদিক পরিচয়ের আড়ালে অপকর্মও করত বলে তথ্য পেয়েছি।

(টিজি/এসপি/অক্টোবর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test