E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় বৈধ অস্ত্রসহ মালামাল লুটে নিল ডাকাত দল

২০২৩ অক্টোবর ২৫ ১৬:৫৮:৪৭
আশুলিয়ায় বৈধ অস্ত্রসহ মালামাল লুটে নিল ডাকাত দল

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লাইসেন্স করা একটি শটগান ও পিস্তল লুট করে নিয়ে গেছে দুর্ধর্ষ ডাকাত দল। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার স্থানীয় ওবায়দুল ইসলাম তালুকদারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তালুকদার ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের চাচাতো ভাই এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ ব্যাপারে ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তালুকদার জানান, আজ ভোরে আমার তিন তলা বাড়ির দোতলার গ্রিল কেটে সাত থেকে আট সদস্যের অস্ত্রধারী ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ সাড়ে নয় লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, লাইসেন্স করা একটি পিস্তল ও একটি শর্টগানসহ মুল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

এদিকে, খবর পেয়ে ভুক্তভোগীর বাড়িতে ছুটে যান আশুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তালুকদারকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে পাশে থাকার কথা জানান।

(টিজি/এসপি/অক্টোবর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test