E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিবে দিনাজপুরের ১৫ হাজার নেতাকর্মী 

২০২৩ অক্টোবর ২৫ ১৭:১১:০৪
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিবে দিনাজপুরের ১৫ হাজার নেতাকর্মী 

শাহ্  আলম শাহী, দিনাজপুর : রাজধানী ঢাকায় আগামি ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে দিনাজপুর থেকে দলটির প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। এমন তথ্য জানিয়েছে দলের স্থানীয় সূত্র।

সূত্রটির মতে, মহাসমাবেশে যোগ দিতে যাওয়া দলের নেতা- কর্মীরা হোটেল-মোটেল কিংবা মসজিদ-মন্দিরে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকবেন- এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানিয়েছেন, দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় বিএনপির ২৩টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকার সমাবেশে অংশ নেবেন। সবমিলিয়ে যার সংখ্যা হবে কমপক্ষে ১৫ হাজার।

ইতোমধ্যেই অনেকেই ঢাকায় চলে গেছেন, কেউ যাচ্ছেন এবং কেউ যাবেন। যারা ঢাকায় যাচ্ছেন বা যাবেন তাদেরকে বলা হয়েছে, যাতে করে হোটেল-মোটেল বা মসজিদ-মন্দিরে না থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে ওঠেন।

এ সময় নেতৃত্ব দেবেন, প্রতিটি ইউনিটের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। যে কেউ একজন। অপরজন এলাকাতেই থাকবেন। যাতে কোনও ধরনের নির্দেশ এলে এলাকা থেকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সেই হিসেবেই ইউনিট থেকে সিদ্ধান্ত অনুযায়ী একজন নেতা ঢাকায় যাবেন।

সূত্রটি জানিয়েছে, এখন পর্যন্ত যারা ঢাকায় গেছেন বা যাচ্ছেন তারা কোনও ধরনের সমস্যায় পড়েননি। কিংবা হোটেল-মোটেলে থাকাতেও কোন বাধা-বিপত্তির সম্মুখীন হননি।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। এই মহাসমাবেশ থেকে সরকারের পতনের মহাযাত্রা শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(এস/এসপি/অক্টোবর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test