E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু

২০২৩ অক্টোবর ২৬ ১৭:৩১:৪৬
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার সানজিদ হাওলাদার (২৮) নামের এক যুবক মারা গেছে। 

বুধবার (২৫ অক্টোবর) রাতে ইতালির টারান্ত শহরে এই দুর্ঘটনা ঘটেছে। এই খবর শোনার পর থেকে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের চলছে শোকের মাতম। পরিবেশিরাও ভীর করছেন নিহতের বাড়িতে।

নিহত সানজিদ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ইতালী যান সানজিদ হাওলাদার। ওখানে ভালো একটি চাকুরীও করতেন। বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙ্গুলের ছাপ (ফিঙ্গার) দিতে নিজ বাসা থেকে বের হন। ইতালীর টারান্ত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে করে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, বুধবার রাতে ইতালীতে ওর কাগজপত্র করার জন্য বাসা থেকে বের হয়। রাস্তা পার হবার সময় সে সড়ক দুঘর্টনায় মারা গেছে। এই শোক আমরা কিভাবে সইবো। এখন ওর মুখটা শেষবারের মতো একবার দেখতে চাই। সরকারের কাছে আমাদের দাবি আমার ছেলের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, সেই ব্যবস্থা করে দেন।

ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশের সময় বুধবার রাতে ইতালীর টারান্ত শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার লাশ বাংলাদেশে আনার চেষ্টা করছি।

(এএসএ/এসপি/অক্টোবর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test