E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ রেঞ্জে আবারও শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ 

২০২৩ অক্টোবর ২৬ ১৮:৩৫:৩৬
ময়মনসিংহ রেঞ্জে আবারও শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ ধারা অব্যাহত রেখেছে ময়মনসিংহের কোতোয়ালী থানা। রেঞ্জ পুলিশের বিভিন্ন দিক বিবেচনায় আবারো কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পুনরায় রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জে নব্য যোগদান কারী ডি আই জি আবিদ হাসান বি পি এম ( বার) রেঞ্জে শ্রেষ্ট ওসি হিসেবে শাহ কামাল আকন্দের হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা তুলে দেন। বৃহস্পতিবার রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ সভায়সেপ্টেম্বর ২৩ ইং মাসের সার্বিক কর্ম মূল্যায়নের জন্য তিনি এই পুরস্কার প্রাপ্ত হন। এ সময় অতিরিক্ত ডিআইজি মোঃ সাজ্জাদুর রহমান, সৈয়দ আবু সায়েম ময়মনসিংহের পুলিশ সুপারসহ অন্যান্য জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল অফিসারগণ উপস্থিত ছিলেন।

এ সময় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বলেন, ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, (পিপিএম বার) পুলিশ বিভাগে গর্ব, আমাদের পুলিশের অহংকার। তিনি দায়িত্ব, কর্তব্য পালনে মেধা ও দক্ষতার সাথে সব সময় এগিয়ে রয়েছেন। তাই তিনি বার বার শ্রেষ্ঠত্ব লাভ করেই চলছেন।

কোতোয়ালী পুলিশ জানায়,সেপ্টেম্বর ২০২৩ইং মাসে বিপুল পরিমাণ মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ নিষ্পত্বির লক্ষে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। এর মাঝে প্রায় ৭ কেজি গাজা, ৭০ গ্রাম হেরোইন, ১৪০ বোতল ফেন্সিডিলপ্রাইভেট কার সহ, ২৩০ পিস ইনজেকশন, ইয়াবা ৭৫ পিস, বিদেশী মদ ৪৫ বোতল, দেশীয় মদ ১৩০ লিটার, ৪০০ বস্থা চিনি ট্রাক সহ উদ্ধার করা হয়।

এছাড়া একটি চোরাই মোটর সাইকেল, একটি, অটোরক্সিা দুটি, চোরাই ৪৫ টি মোবাইল্ব উদ্ধার করা হয়। একই সাথে বিভিন্ন মামলা ও অভিযোগে এই সময়ে দুটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনে পুলিশ। অপরদিকে সিডিএমএসের মাধ্যমে ৯৭ টি চলমান মামলা নিষ্পত্তি করে। অপরদিকে আদালতে চলমান মামলায় সাজা ও পরোয়ানাভুক্ত ১৯৭টি পরোয়ানা নিষ্পত্তি করে কোতোয়ালী পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মাছুম আহমেদের দিক নির্দেশনায় সকলকে নিয়ে একটি টিম ওয়ার্ক কাজ করায় এই সফলতা এসেছে। এই সফলতার অংশিদার থানার সকল পুলিশ সদস্যরা। এ জন্য তিনি পুলিশ সুপারসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।সেপ্টেম্বর ইং ২০২৩ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা -গ্রহণযোগ্যতা ও বিভিন্ন অভিযানিক সাফল্যের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিবিধ মাপকাঠিতে সর্বোচ্চ নম্বর পেয়ে আবারও রেঞ্জের 'শ্রেষ্ঠ জেলা' মনোনীত হয়েছে যৌথভাবে ময়মনসিংহ জেলা। এই শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ, এবং শ্রেষ্ট এস আই মনিরুজ্জামান কোতোযালী ও শ্রেষ্ঠ এ এস আই হুমায়ুন কবীর নির্বাচিত হন।

(এনআরকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test