E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নরসিংদী ভ্রাম্যমাণ আদালতে হামলা, সাংবাদিকসহ আহত ৫

২০১৪ নভেম্বর ০৫ ১৭:৪৫:৪৪
নরসিংদী ভ্রাম্যমাণ আদালতে হামলা, সাংবাদিকসহ আহত ৫

নরসিংদী প্রতিনিধি :নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতে হামলার ঘটনা ঘটেছে, সাংবাদিকসহ আহত হয়েছে ৫ জন । ৫ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালায় ।

এ সময় দুই আনসার সদস্যসহ তিন সাংবাদিক আহত হয়েছেন। হামলাকারীরা দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ তিনটি ক্যামেরা লুট করে নিয়েছে।

আহত সাংবাদিকদের নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শরো জানায়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় দুপুরে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম জহিরুল হায়াত।

এ সময় তার সঙ্গে ছিলেন চারজন আনসার ব্যাটালিয়ন সদস্য ও নরসিংদী তিতাস গ্যাস কার্যালয়ের কর্মকর্তারা।

পরে সংবাদ সংগ্রহ করতে চার সাংবাদিক ঘটনাস্থলে গেলে নরসিংদী জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.সজিব হোসেন ও ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী ,অবৈধ গ্যাস সংযোগদানকারী দালাল চক্র প্রথমে ভ্রাম্যমাণ আদালত ও পরে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে এক আনসার সদস্যকে পিটিয়ে পাশের একটি পুকুরে ফেলে দিয়ে অস্ত্র লুটের চেষ্টা করে। এসময় সময় টেলিভিশনের ক্যামেরাম্যান কাউসার আহমেদ ফুটেজ নিতে গেলে তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

ওই সময় চ্যানেল নাইন ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার ও চ্যানেল ২৪ এর ক্যামেরাম্যান লক্ষন বর্মণ ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে ক্যামেরা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।

তিনি আরও বলেন, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা গুলি চালানোর অনুমতি চাইলেও ম্যাজিস্ট্রেট অনুমতি না দিয়ে বরং দৌড়ে পালিয়ে যান ।

আহত চ্যানেল নাইন ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার বলেন, সাবেক ছাত্রলীগ নেতা সজিবের নেতৃত্বে সন্ত্রাসী ও এলাকাবাসী আমাদের ওপর হামলা চালিয়েছে।

জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(ওেএস/এসসি/নভেম্বর৫,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test