E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বরগুনায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

২০২৩ অক্টোবর ২৮ ২০:০৭:৫১
বরগুনায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

বরগুনা প্রতিনিধি : বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের বিরুদ্ধে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম মশিউর রহমান শিহাবের নেতৃত্বে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তারা।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় থেকে জিরো পয়েন্টসহ (মাছ বাজারের সামনে) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল। আওয়ামী লীগ দেশের জনগণের কথা চিন্তা করে, দেশের জনগণের শান্তিতে রাখার কথা চিন্তা করে। বিগত দিনে বিএনপি জামাত আগুন সন্ত্রাসের মাধ্যমে অনেক নিরিহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি জানাতের সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রতিহত করতে আওয়ামিলীগ সবসময় দেশের মানুষের পাশে ছিলো, পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি জামাত যেন বরগুনায় যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটাতে পারে, বরগুনার জনগণকে শান্তিতে রাখতে বরগুনা আওয়ামিলীগ ঐক্যবদ্ধ আছে, বরগুনার শান্তি প্রিয় জনগণের পাশে আছে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মশিউর রহমান শিহাব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। এই উন্নয়ন বিএনপি জামাতের চোখে ভালো লাগে না। তারা বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হয়ে দেশের ক্ষতি, জণগণের শান্তি নষ্ট করে, দেশের উন্নয়নকে বাধাঁগ্রস্ত করতে চায়। বিএনপি জামাতের সন্ত্রাসীরা যেন বরগুনার শান্তি প্রিয় জনগণকে শান্তিতে রাখতেই আজকের এই অবস্থান কর্মসূচি।

এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হাসান রোকন, জেলা তাতী লীগের সাবেক সভাপতি অ্যাড. আবদুল্লাহ আল মামুন মোল্লা, জেলা তাতী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক (বাকির), সদর উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ।

এছাড়াও সকাল সাড়ে এগারোটায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

(এএস/এএস/অক্টোবর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test