E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় বঙ্গবন্ধু পরিষদের পথসভা অনুষ্ঠিত

২০২৩ অক্টোবর ২৮ ২২:০৬:৩৩
নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় বঙ্গবন্ধু পরিষদের পথসভা অনুষ্ঠিত

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশ নিমজ্জিত হয় অমানিশার অন্ধকারে। গণতন্ত্র নির্বাসিত হয়। দীর্ঘ ২১ বছর স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল শক্তির সহযোগিতায় দেশ শাসিত হয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক ছদ্মগণতন্ত্রী শাসকদের দ্বারা, তারা বাংলাদেশকে নব্য পাকিস্তান বানাতে সচেষ্ট হয়।'

নীলফামারী সদর উপজেলা সংগলশী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের পথসভায় বক্তারা এসব কথা বলেছেন। শনিবার দুপুরে উত্তরা ইপিজেড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগলশী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সফিয়ার রহমান মন্ডলের সভাপতিত্বে এই পথ সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, আলোচনায় অংশ নেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, সংগলশী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক খয়রাত হোসেন মজনু প্রমুখ। এরপর সর্বস্তরের নেতাকর্মীদের একটি মিছিল উত্তরা ইপিজেড এলাকা প্রদক্ষিণ করে এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

(ওআরকে/এএস/অক্টোবর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test