E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ট্রাকে আগুন, বাস ভাংচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

২০২৩ অক্টোবর ২৯ ১৪:২৩:০৩
গাজীপুরে ট্রাকে আগুন, বাস ভাংচুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানা এলাকায় একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হরতালের সমর্থনে পল্লী বিদ্যুত মোড়ে চারটি বাসে ভাংচুর চালিয়েছে হরতালের সমর্থনকারীরা। এছাড়াও জৈনাবাজার এলাকায় ও বেড়াইদেরচালা ১নং সিএন্ডবি এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতালের সমর্থনকারীরা।

রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার বেলা সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানায় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিটি ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মিনি ট্রাকের আগুন নেভায়। অপরদিকে মহাসড়কের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুত মোড় এলাকায় চারটি বাসে ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা। এদিকে সাড়ে ৯টার দিকে জৈনাবাজার এলাকায় ও মহাসড়কের বেড়াইদেরচালা এলাককায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এসকল ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ভাবে হরতাল সমর্থকারীদের সরিয়ে দেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, রোববার সকালে জয়দেবপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি তিন টন মালামালবাহী একটি মিনি ট্রাকে আগুন দেয়া দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, ধারনা করা হচ্ছে হরতাল সমর্থনকারীরা ওই ট্রাক আগুন দিয়ে পালিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, পুলিশের টহলের মধ্যেই দুর্বৃত্তরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মুহর্তেই ঘটনাস্থল থেকে সরে যায়। পুলিশ তদন্ত করে দেখছে কারা এ কাজ করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

(এসআর/এএস/অক্টোবর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test