E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চলাচলের রাস্তা উন্মুক্ত করতে দ্বারে দ্বারে ঘুরছেন তিন বোন

২০২৩ অক্টোবর ২৯ ১৮:৫৬:৪১
চলাচলের রাস্তা উন্মুক্ত করতে দ্বারে দ্বারে ঘুরছেন তিন বোন

বরগুনা জেলা প্রতিনিধি : নির্যাতন থেকে মুক্তি ও চলাচলের রাস্তা উন্মুক্ত করতে দারে দারে ঘুরছেন বরগুনা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ এর তিন মেয়ে। কান্না জাড়িত কন্ঠে অভিযুক্ত রফিকুল ইসলাম সুজনের বিচার চেয়ে রোববার বিকেল ৪টায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব, বরগুনা শাখার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওই তিন বোন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিন বোনের পক্ষে ফারহানা আক্তার পুতুল বলেন, গত ২০১৮ সালে বাগেরহাট জেলার রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর কাছে ৫ কাঠা জমি বিক্রি করেন পুতুলের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ।

সেই জমির উপরে বরফকল নির্মান করেন সুজন। রেজিষ্ট্রিসহ ওই জমির দখলও বুঝিয়ে দেওয়া হয়। দলিলে রাস্তার জায়গা খালি থাকার কথা উল্লেখ থাকলেও ক্ষমতাবলে তাদের বাড়িতে যাওয়া আসার রাস্তার মাঝখানে পাকা পিলার করে আটকে দিয়েছেন রফিকুল ইসলাম সুজন। এতে চলাচলে অনেক সমস্যা হচ্ছে স্থানীয়দের।

অপরদিকে চরদুয়ানী ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তার সাথে যোগসাজসে অবৈধভাবে তাকে ম্যানেজ করে রেকর্ডীও ওই জমিতে সরকারি খাস জমির একটি সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম সুজনের সাথে কথা বলতে গেলে পুতুলসহ তার দুই বোন ও তাদের স্বামীদের মারধর করা সহ বিভিন্ন হুমকি ধামকি দেয়া হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোটার্স ক্লাব বরগুনা জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম রতন, সিনি. সহ সভাপতি শহিদুল ইসলাম রিপন,সাধারন সম্পাদক মো.রুহুল আমিন, যুগ্ন সম্পাদক মিরাজ খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

(এএস/এসপি/অক্টোবর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test