E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের ওপর ককটেল হামলা

দিনাজপুরে বিএনপি-জামাতের প্রায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০২৩ অক্টোবর ৩০ ১৭:৫৯:৪৬
দিনাজপুরে বিএনপি-জামাতের প্রায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শহরের উপকন্ঠে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় বিএনপি-জামাতের প্রায় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক মো.মোক্তার হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০/৮০ জন রয়েছে।তবে এ এপর্যন্ত এ মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোতালেব হোসেন জানান, "আমরা আসামি ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ২০/২২ জনকে চিহ্নিত করেছি।বাকিরা অজ্ঞাত।"

তিনি বলেন, রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দিনাজপুর শহরের দক্ষিণ উপকণ্ঠ পুলহাট এলাকার রূপম ওয়েল মিলের অদূরে একটি রাইস মিলের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পুলিশের ওপর ককটেল হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।

আহত দুই পুলিশ সদস্য হলেন- কোতোয়ালি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল অচিন্ত্য কুমার রায় (৩৮) ও পুলিশের পিকআপ ভ্যান চালক দীপক চন্দ্র (৩৫)।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, 'নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল দিনাজপুর শহরের পুলহাট রূপম ওয়েল মিল এলাকায় একটি রাইস মিলের কাছে যায়। সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে টহল পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। ঘটনা ঘটে রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায়। পুলিশের গুলি বষর্ণে সংঘবদ্ধ সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ককটেল ও বেশ কিছু ইটপাটকেল উদ্ধার করে। আহত দুই পুলিশ সদস্যকে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ব্যারাকে নেওয়া হয়েছে।'

(এসএস/এসপি/অক্টোবর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test