E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াত কখনও দেশের মঙ্গল চায় না’

২০২৩ অক্টোবর ৩০ ১৮:০২:৩২
‘বিএনপি-জামায়াত কখনও দেশের মঙ্গল চায় না’

শাহ্  আলম শাহী, দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা সকল ধর্মের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হবে। 

তিনি বলেন, দুখি মানুষের মুখে হাসি ফুটিয়েছে শেখ হাসিনা। যা কোন সরকার পারে নি। তিনি এখন স্বপ্ন দেখেন স্মার্ট বাংলাদেশের। ঠিক সেই সময়ে ক্ষমতার লোভে বিএনপি-জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। মানুষ হত্যা করছে। অন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নি সংযোগ করে দেশকে আবারও পাকিস্তান বানাতে চায়। বিএনপি- জামায়াত কখনোও এ দেশের মঙ্গল চায় না। মঙ্গল চাইলে মানুষ হত্যা করতে পারতো না। দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারতো না। অগ্নি সংযোগ করে এ দেশকে জালিয়ে দিতে পারতো না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই এ দেশে শান্তি ফিরে এসেছে। বিএনপি- জামায়াত যতই ষড়যন্ত্র ও সন্ত্রাস করুক না কে এদেশের উন্নয়ন ও অগ্রগতি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে সকল ষড়যন্ত্র মোকাবেল করে।তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের এই হরতাল জনসমর্থহীন। জনগণ বিএনপি-জামায়াতের সাথে নেই বলে তাদের সব ষড়যন্ত্রই আজ বিফলে যাচ্ছে।

আজ সোমবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ষ্ঠ পর্যায়ে ভার্চুয়ালের মাধ্যমে দিনাজপুর সদর উপজেলা সহসারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনীর পরবর্তীতে জনসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নে ১৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী ফলক উম্মোচন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিন্নাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বীসহ জেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উলামায়ে কেরামগণ। এ ছাড়াও দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসহযোগিরা।

(এসএস/এসপি/অক্টোবর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test