E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে যুব দিবস ও সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা 

২০২৩ নভেম্বর ০১ ১৭:২৮:৩৬
সুবর্ণচরে যুব দিবস ও সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : স্মার্ট,  যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানে নোয়াখালী সুবর্ণচরে যুব দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা সনদপত্র, চেক বিতরণ করা হয়েছে সেই সাথে  ও সর্বজনীন পেনশন স্কিম অবহিতত  করন সভা অনুষ্ঠিত  হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয় র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে এসে শেষ হয়। 

বুধবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নানা বিষয়ে গুরুতপূর্ন দিক নিয়ে আলোচনায় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা এটিএম মহিতুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নুরুন নবী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কর্তকর্তা নুসরাত জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু্ল মোবারক, ৫ নং চর জুবিলী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহজালাল, সাংবাদিক লিটন চন্দ্র দাস, মোঃ ইমাম উদ্দিন সুমন, দিদারুল আলম, হানিফ মাহমুদ, আব্দুল আজিজসহ নব প্রত্যয় যুব সংগঠন, সুবর্ণচর ইয়ুথ যুব অর্গানাইজেশন, নব জাগরন যুব সংগঠনসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেয়। পরে অতিথিরা ২৭ জনকে ১২ লাখ ৬০ হাজার টাকা রিন প্রদান করেন।

(এসএস/এসপি/নভেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test