E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে কাঠের ব্রিজ তৈরী করে প্রশংসায় ভাসছেন অলি উদ্দিন

২০২৩ নভেম্বর ০১ ১৭:৫৬:৪৬
সুবর্ণচরে কাঠের ব্রিজ তৈরী করে প্রশংসায় ভাসছেন অলি উদ্দিন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুই গ্রামের সংযোগ স্থলে কাঠের ব্রিজ নির্মান করে প্রশংসায় ভাসছেন সমাজ সেবক শ্রমিক নেতা অলি উদ্দিন হাওলাদার।

আজ বুধবার বিকেল ৩ টায় ব্রিজটি উদ্বোধন করায় খুশি দুই গ্রামের শত শত মানুষ।

গ্রামবাসী বলেন, চরজব্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি খালের জন্য দীর্ঘদিন তারা দূর্ভোগ পোহাতে হয়, হাট বাজারে যেতে প্রায় ১ কিলো মিটার পথ হেটে যেতে হতো, শিক্ষার্থীসহ কৃষকরা ছিলেন বিপাকে। পরে এলাকাবাসী চলাচলের ব্যবস্থা করতে সমাজ সেবক অলি উদ্দিন হাওলাদের স্মরনাপন্ন হন। তখন তিনি সাময়িক চলাচলের জন্য ৪০ ফিট বাই ৫ ফিটের একটি কাজের ব্রিজ তৈরী করে দেন। এতে সন্তুষ্ট প্রকাশ করেন এলাকাবাসী।

এলাকাবাসী উক্তস্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

(এস/এসপি/নভেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test