E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে অবরোধের শেষ মূহুর্তেও সর্তক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী

২০২৩ নভেম্বর ০২ ১৯:০৯:০০
পলাশবাড়ীতে অবরোধের শেষ মূহুর্তেও সর্তক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের শেষ মূহুর্তেও সর্তক অবস্থানে ছিলেন স্থানীয় প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা।অবরোধকারীরা যাতে কোন নাশকতা করতে না পারে সেজন্য ঝুকিঁপূর্ণ স্থানে অবস্থান নেয়া ও সার্বক্ষণিক টহলে ছিলেন তারা।

নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির কয়েকজন সক্রিয় কর্মীকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা আছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানা পুলিশ।

অবরোধের তিন দিনে দুরপাল্লার গণপরিবহন ছাড়া সব কিছুই স্বাভাবিক ভাবে চলেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারনে পলাশবাড়ীতে গত তিন দিনে তেমন কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের স্থানীয় চৌমাথা মোড়ে অবস্থান নেন স্থানীয় প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, মানুষের জান-মালের যাতে ক্ষতি না হয় সেজন্য প্রশাসন সর্বদা সতর্ক ছিল।

সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার জানান, অবরোধকারীরা যাতে কোন ক্ষতি করতে না পারে সেজন্য সর্বদা সতর্ক অবস্থানে ছিল পুলিশ। বাংলাদেশ পুলিশ মানুষের জান-মালের নিরাপত্তা নিতে যে কোন সময় প্রস্তুত রয়েছেন।

বিজিবির ২-৬১ তিস্তা ব্যাটালিয়নের সহকারি পরিচালক সোহাগ মিলন জানান, অবরোধের এই তিন দিনে বিজিবির সদস্যরা সব সময় টহলরত অবস্থায় ছিল। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, অবরোধকারীরা যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে সে দিকে লক্ষ্য রেখে আমরা সবসমই সতর্ক অবস্থায় ছিলাম।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারি কমিশনার(ভুমি) মাহমাদুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(আরআই/এসপি/নভেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test