E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহের সিরতায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের স্মরণে দোয়া মাহফিল 

২০২৩ নভেম্বর ০৩ ১৬:২৭:২৪
ময়মনসিংহের সিরতায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের স্মরণে দোয়া মাহফিল 

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত বৃহস্পতিবার ময়মনসিংহ সিরতা ইউনিয়ন পরিষদের কম্পাউন্ডে সাবেক সফল মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ্য মতিউর রহমান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ৫নং সিরতা ইউনিয়নের আয়োজনে আওয়ামী রাজনীতির কিংবদন্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল ধর্মমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এর স্বরণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে সিরতা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব এর সভাপতিত্বে সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরকার।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ, পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ প্রমূখ।

এ সময় সিরতা ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বক্তারা সাবেক এই আওয়ামিলীগ নেতার স্মৃতিচারণ করেন সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাক্ষ্য মতিউর রহমান ছিলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরিক্ষীত সৈনিক আর ময়মনসিংহ আওয়ামী লীগের ছিলেন বটবৃক্ষ। আমরা উনার অনুপ্রেরণা ও উৎসাহ নিয়েই সোনার বাংলা থেকে ডিজিটাল বাংলায় প্রবেশ করেছি।
অবশেষে আওয়ামী রাজনীতির কিংবদন্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল ধর্মমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানকে স্মরণে করে বিশেষ মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(এনআরকে/এসপি/নভেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test