E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান : নৌ প্রতিমন্ত্রী  

২০২৩ নভেম্বর ০৪ ১৯:০২:৫৯
প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান : নৌ প্রতিমন্ত্রী  

শাহ্  আলম শাহী, দিনাজপুর : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে ইসলামের নামে একটি গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছিল। তারা যেন ইসলামকে অপব্যবহার করতে না পারে এজন্যই মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। একজন প্রধানমন্ত্রী কতটুকু ইসলাম ভীরু হলে প্রতিটি উপজেলায় একটি করে সুদৃশ্য মডেল মসজিদ তৈরী করতে পারে আমাদের প্রধানমন্ত্রী তা তৈরী করে দেখিয়ে দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করে গিয়েছিলেন। মুসলমান আমরা যেন সঠিক ভাবে ধর্ম পালন করতে পারি। আগে আমরা হজ্বে করার জন্য বাংলাদেশ থেকে হজ্বে যেতে পারতাম না। ভারত হয়ে যেতে হত। যুদ্ধ বির্ধস্ত এই দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কিছুই ছিলনা। 

তিনি বলেন,জাতির পিতা সেই সময়ে সৌদি আরবে গিয়ে সৌদি বাদশার সাথে দেখা করে বললেন, আমি কোন সাহায্য নিতে আসিনি বাংলাদেশ একটি মুসলিম দেশ এই মুসলিম দেশের মানুষ যেন সরাসরি হজ্বে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। সৌদি বাদশা বঙ্গবন্ধুর কথা শুনে তিনি রাজি হলেন এবং বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা সরাসরি হজ্বে যাওয়া শুরু করলাম।

আজ শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন শেষে এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, 'শুধু মডেল মসজিদই নয় এখানে ধর্মপ্রান মুসলমান নারী পুরুষ নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহন করতে পারবে। তিনি বলেন, ঈসরাইল যখন নিরিহ ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে শত শত শিশু নারীকে নির্মম ভাবে হত্যা করা করছে তখন পশ্চিমাগোষ্ঠী যারা মানবতার কথা বলে মানবাধিকারের কথা বলে আজকে তারা কেন চুপ করে থাকছে। তাদের মুখে মানবতার কথা মানায় না।'

অন্যান্য বক্তারা বলেন, বোচাগঞ্জের ইতিহাসে এই রকম একটি সুন্দর দিন আর পাওয়া যায়নি। আজকে বোচাগঞ্জে যে ১৪টি প্রকল্প উদ্বোধন করা হচ্ছে এটা আমাদের কাছে স্মরনিয় দিন হয়ে থাকবে।

দিনাজপুর জেলা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে স্কুল রোডস্থ মডেল মসজিদ এর ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম মাহজারি, স্কুলরোড মসজিদের খতিব মাওলানা আলহাজ¦ ওয়াহিদ শাহ্ প্রমুখ।

অপরদিকে নব নির্মিত বোচাগঞ্জ উপজেলা কমপ্লেক্স, উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, অবিনাশী বাংলা স্মৃতিস্ত¤ ও¢ সেতাবগঞ্জ বড়মাঠ শেখ রাসেল স্টেডিয়ামে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জিমনিশিয়াম এর শুভ উদ্বোধন শেষে বিশাল সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

দিনাজপুর জেলা পরিষদের সদস্য শাহ্ নওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুর, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ।

(এসএস/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test