E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত 

২০২৩ নভেম্বর ০৭ ১৭:২৯:০৪
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত 

ঈশ্বরদী প্রতিনিধি : আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ও জনতার মধ্যে সংহতির প্রকাশ ঘটেছিল। রাষ্ট্রীয় জীবনের এক অরাজক ও বিশৃঙ্খল অবস্থা এবং রাজনৈতিক শূন্যতার মাঝেই সেদিন এ বিপ্লব ঘটেছিল। আওয়ামী লীগ দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করা হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং নিহতদের স্মরণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম শহিদুজ্জামান নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ দলীয়, সহযোগী ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test