E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি-জামায়াতের বর্বরতা রুখে দাঁড়ানোর আহবানে নীলফামারীতে মানববন্ধন

২০২৩ নভেম্বর ০৮ ১৪:৫৪:০১
বিএনপি-জামায়াতের বর্বরতা রুখে দাঁড়ানোর আহবানে নীলফামারীতে মানববন্ধন

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘মানুষ পুড়িয়ে মারা, নির্যাতন করা এটিই বিএনপির মূল চরিত্র, বিএনপিকে একাধারে পাঁচ পাঁচবার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, একবার/দুইবার নয় পাঁচ পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ান হয়েছিল। তাদের শাসনের প্রতিটি ক্ষেত্রে শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি।

এ কারণে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচনে বিএনপি জোট ৩০টি আসন পেয়েছে, জনগণের সমর্থনে আওয়ামীলীগ ২৭০টি আসন পেয়েছে। আজকে বিএনপি অবরোধ দিয়েছে, নীলফামারীর মানুষসহ সারা বাংলাদেশ ২০০৮ সালে যেমন বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, ২০১৪ সালে প্রত্যাখ্যান করেছে, ২০১৮ সালে প্রত্যাখ্যান করেছে, আজকে এই অবরোধ প্রত্যাখ্যান করে সারা বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে, বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছে।’

‘বিএনপি-জামাতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি থেকে এইসব দাবি করা হয়েছে।

নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত এই মানববন্ধন সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত পালিত হয়েছে।

জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফরোজা বেগম রোজি মানববন্ধন কর্মসূচি চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা. জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী সুলতানা, জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলি, জলঢাকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রায় প্রমুখ। এছাড়াও মহিলা আওয়ামীলীগের অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

(ওআরকে/এএস/নভেম্বর ৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test