E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় একে একে প্রাণ হারাল ৩ শিক্ষার্থী

২০২৩ নভেম্বর ০৯ ১২:১০:৩৬
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় একে একে প্রাণ হারাল ৩ শিক্ষার্থী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বহরপরে করিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী একে একে প্রাণ হারাল। বুধবার (৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত স্কুলছাত্র বিশাল হোসেন (১৫) মারা গেছে। এর আগে তার দুই বন্ধু মিতুল হোসেন (১৫) ও সিয়াম সরদার (১৫) মারা যান।

বিশাল হোসেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ি গ্রামের বাচ্চু হোসেনের ছেলে। সে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিল। ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত ৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে ১০ শ্রেণির নির্বাচনী পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে একটি করিমন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মিতুল হোসেন ঘটনাস্থলে মারা যায়। সিয়াম সরদার ও বিশাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ নভেম্বর রাত ১২টার দিকে সিয়াম সরদার মারা যায়। সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে।

দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদার জানান, একে একে তিন স্কুলছাত্রের মৃত্যুর খবর শুনতে হলো। এটি খুবই দুঃখজনক। বিশালের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

(এসকেকে/এএস/নভেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test