E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলামের পদত্যাগ

২০২৩ নভেম্বর ০৯ ১২:২২:২২
সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলামের পদত্যাগ

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান সাইফুল ইসলাম এলাকাবাসীকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লিখেন, ‘আমি আপনাদের সেবক। চেষ্টা করেছি সুখে দুখে আপনাদের পাশে থাকার। চেষ্টা করেছি এলাকার উন্নয়নের। আপনাদের শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসার কাছে আমি চির ঋণী। তবুও মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকবেই। কেউ যদি আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন বা উন্নয়ন কাজের কোনো কমতি থেকে থাকে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেভাবে আমার পাশে আপনারা ছিলেন, আশা করি আগামীতেও এভাবেই থাকবেন। সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে জনবহুল ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরও বড় পরিসরে আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি।’

এর আগে একইদিন বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুসারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে জমা দেয়া সেই পদত্যাগপত্রে লেখা ছিল, ‘আমি বিগত ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমি উক্ত পদ হতে অব্যাহতি চাই।’

মো. সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ধামসোনা ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান।

তিনি ঢাকা-১৯ ( সাভার ও আশুলিয়া) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

বিষয়টি নিয়ে মুঠোফোনে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছি। এখন সাভার আশুলিয়ার জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। জনগণের চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন এবং আমি ঢাকা-১৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেব।’

উল্লেখ্য, ঢাকা-১৯ আসনে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এই আসনে মনোনয়ন প্রত্যাশী সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।

(টিজি/এএস/নভেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test