E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীতে যুব সমাবেশ

২০২৩ নভেম্বর ০৯ ১৬:০৯:১৯
যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীতে যুব সমাবেশ

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়ীক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা।

এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবক ও যুব মহিলাদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলাই যুবলীগের উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর থেকে যুবলীগের নেতা কর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীতে আগামী ১১ নভেম্বর যুব সমাবেশর ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার বিকেল ৩টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধন বাপির সভাপতিত্বে যুব সমাবেশে বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার। জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত এই যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

আগামী ১১ নভেম্বর শনিবার বিকেল ৩টায় নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা আওয়ামী যুবলীগের আয়োজিত যুব সমাবেশ নীলফামারী সদর উপজেলার প্রতিটি ইউনিটকে যথা সময়ে উপস্থিত থাকতে নীলপামারী সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রনবানন্দ রায় রাখাল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

ইতিমধ্যে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনারে যুবলীগের যুব সমাবেশর জন্য মঞ্চ প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নৌকার আদলে তৈরি হচ্ছে মঞ্চ।

(ওকে/এসপি/নভেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test