E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে কাভার্ড ভ্যান ও মুরগী বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষ, নিহত ২

২০২৩ নভেম্বর ১০ ১৪:২৮:৩৪
দিনাজপুরে কাভার্ড ভ্যান ও মুরগী বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষ, নিহত ২

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান ও মুরগী বোঝাই পিকআপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মুরগী বহনকারী পিকআপ এর চালক নায়েব আলী (৪০) ও সহযোগি (হেলপার) শফিউজ্জামান (৪২) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যাফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফজার রহমান দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক পিকাপ ও কাভার্ডভ্যান থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক ও মোটরযান আইনে মামলা দায়েরর প্রস্তুতিত চলছে।

প্রত্যক্ষদর্শী বিজিবি ক্যাম্প বাজারের মুদি ব্যাবসায়ী ইকবাল হোসেন জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ১৫-৩৫৮৫) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তাার পার্শে বিদ্যুৎতের খুটিকে ধক্কা দেয়। এসময় পিছন থেকে আসা অপর একটি গম বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৬-৫৪৫৪) চাকা পামচার হয়ে কাভার্ড ভ্যানটিকে আঘাত করে। এর পিছনে থাকা মুরগী বোঝাই হলুদ পিকআপ (ঢাকা মেট্রো ১৩-২১৮৭) চাকা পামচার হওয়া ট্রাকটির পিছনে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মূরগী বোঝাই পিকআপ এর চালক ও হেল্পার নিহত হন।

নিহত পিকআপ চালক নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লাহ’র ছেলে ও নিহত পিকআপের সহযোগি (হেলপার) শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

নিহত শফিউজ্জামনের বড় শ্যালক আশরাফুল আলম জানান, শফিউজ্জামান সহ চালক নায়েব আলী, ঠাকুরগাঁও থেকে মুরগী নিয়ে রাজশাহীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

(এসএএস/এএস/নভেম্বর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test