E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকীতে নীলফামারীতে যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত

২০২৩ নভেম্বর ১১ ১৯:১১:৩৯
প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকীতে নীলফামারীতে যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে যুব সমাবেশ করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণিল আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে থেকে যুবলীগের নেতা-কর্মীরা দলে দলে সমাবেশস্থলে সমবেত হতে শুরু করে। সদর উপজেলার ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছে।

অন্যান্য উপজেলা থেকেও বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছে। স্থানীয় শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে নেতা-কর্মীদের স্বাগত জানায়। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থল নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিকেল ৪টা ৪৫ মিনিটে সমাবেশের প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সমাবেশে উপস্থিত হন।

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারীতে আজ শনিবার ১১ নভেম্বর যুব সমাবেশর ঘোষণা ছিল সংগঠনটি। শনিবার বিকেল ৩টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধন বাপির সভাপতিত্বে যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার। জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত এই যুব সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করা হয়। এরপর রং বেরঙয়ের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আমন্ত্রিত অতিথিদের নিয়ে আসন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। অসহায় ও দুস্থদের মাঝে এ সময় ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

দিবসটি পালন উপলক্ষে জেলা যুবলীগ বর্ণিল আয়োজন করেছে৷ মূল মঞ্চের সামনে বিশাল আকৃতির নৌকা বানানো হয়েছে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আতশবাতি প্রজ্জ্বলন করা হয়। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(ওআরকে/এএস/নভেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test