E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপালী ব্যাংক কেন্দুয়া শাখাকে উচ্চতায় নিয়েছেন মোহাম্মদ খায়রুল ইসলাম

২০২৩ নভেম্বর ১২ ০০:১০:০৮
রূপালী ব্যাংক কেন্দুয়া শাখাকে উচ্চতায় নিয়েছেন মোহাম্মদ খায়রুল ইসলাম

কেন্দুয়া প্রতিনিধি: সেবামূলক প্রতিষ্ঠানে যদি সেবার মান উন্নত হয়, তবেই সেই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। এমনই উন্নতমানের গ্রাহক সেবা দিয়ে রূপালী ব্যাংক নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখাকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন বিদায়ী ম্যানেজার মোহাম্মদ খায়রুল ইসলাম। গ্রাহকদের মতে তিনি যেমন ছিলেন সৎ কর্মঠ তার চেয়েও বেশি ছিলেন মানবিক। তাঁর সেবা পেয়ে সকল গ্রাহকরাই খুব সন্তুষ্ট ছিলেন। 

গত ৯ নভেম্বর হৃদয়ের গভীর ভালোবাসা ও পরম মমতায় ব্যাংকে কর্মকর্তা কমচারিসহ বিভিন্ন গ্রাহকরা তার বদলির খবর শুনে স্বপ্রনোদিত তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এসে চোখের জলে টলমল করেন। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী তিনি কেন্দুয়া শাখায় যোগদানের পর সততা, সাহসীকতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সকল গ্রাহকদের মনের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। করোনা মহামারিতেও তিনি অনেক উন্নত গ্রাহক সেবা দিয়েছেন।

মোহাম্মদ খায়রুল ইসলামের উন্নত গ্রাহক সেবার ফলে কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা রূপালী ব্যাংকের প্রতি গ্রাহকদের আগ্রাহ আরো বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি ম্যানেজার মোহাম্মদ খায়রুল ইসলামকেও হৃদয়ের গভীরে ঠাই দিয়ে ছিলেন। ব্যাংকের গ্রাহক কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক সৈয়দ আবু সাদেকের ছেলে সৈয়দ আবু রাগেব সাজেদ বলেন রূপালী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ খায়রুল ইসলামের সেবার মান খুবই ভালো ছিল। তিনি যেমন ছিলেন সৎ, সাহসী তেমনি মানবিক।

বিশিষ্ট টিকাদার মো: সাইফুল ইসলাম আঙ্গুর বলেন, ম্যানেজার খায়রুল ইসলামের সেবাই আমরা খুব সন্তুষ্ট। তার আগামীর কর্মময় জীবনের সাফল্য কামনা করি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান সাধারণ সম্পাদক জামিরুল হক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজল কুমার সরকার বলেন আমরা প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা তার কাছে ঋণি তিনি উন্নত সেবা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। মোজাফরপুর ইউয়নের সাধারণ সম্পাদক ও ব্যাংক গ্রাহক মাহমুদ চৌধুরী বলেন ম্যানেজার মোহাম্মদ খায়রুল ইসলাম আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সেবা দিয়েছেন আমরা তার উন্নত জীবন কামনা করি। কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা বলেন ম্যানেজার মোহাম্মদ খায়রুল ইসলাম উন্নত সেবা দিয়ে রূপালী ব্যাংক কেন্দুয়া শাখাকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। তিনি গ্রাহকদের মুখের ভাষা, চোখের ভাষা ও মনের ভাষা বুঝতে পারতেন। তার কর্মময় পথচলা আরো সমৃদ্ধ হোক এটাই তিনি গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আশা করেন। তিনি মোহাম্মদ খায়রুল ইসলাম কিশোরগঞ্জ জেলার বাজিদপুর শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মে যোগদান করবেন।

তার পিতার নাম ফজর আলী মাতা মোছা: হালিমা খাতুন। তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দামপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার স্ত্রী আফরিন সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক মোহাম্মদ খায়রুল ইসলাম ১৯৯৭ সালে কিশোরগঞ্জের যশোদল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এম এস ইন ফিশারীজ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ থেকে এম বি এ ইন ফিন্যান্স কৃতিত্বের সাথে উর্ত্তীন্ন হন। তিনি আগামী দিনে সেবার মান আরো বাড়াতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চান।

(এসবি/এসপি/নভেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test