E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে নৌকা মার্কায় ভোট দিন’

২০২৩ নভেম্বর ১২ ১৭:৪২:৪৮
‘মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে নৌকা মার্কায় ভোট দিন’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগ সরকারের আমলে সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের এক চুলও বাইরে আমরা যাবো না।

রবিবার (১২ নভেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ২০ লাখ টাকা ব্যয়ে বলেয়া সার্বজনীন দূর্গা মন্দির ও বলেয়া মহাশ্মশানের হরিমন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, বিএনপি'র ডাকা অবরোধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ তাদের এই আন্দোলনে সাড়া দেয়নি। তিনি বলেন, ভাড়াটিয়াদের দ্বারা কখনো আন্দোলন হয় না, ভাড়াটিয়া যোদ্ধারা কখনো যুদ্ধে বিজয় অর্জন করেনা।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের চরম শিখরে অবস্থান করছে। মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে। আজ সকল ক্ষেত্রে মানুষের মৌলিক চাহিদা পূরণ করেছে বর্তমান সরকার। প্রত্যেকটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।

ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে সঞ্চয়িতা শিক্ষা নিকেতন বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে খামারদিঘা এইচ. আর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি গোপাল।

(এসএস/এসপি/নভেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test