E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সততার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার রূপালী ব্যাংক ম্যানেজার আব্দুল মালেকের

২০২৩ নভেম্বর ১৩ ১৫:০৯:২৮
সততার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার রূপালী ব্যাংক ম্যানেজার আব্দুল মালেকের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার করলেন রূপালী ব্যাংক কেন্দুয়া শাখায় নব যোগদানকৃত ম্যানেজার আব্দুল মালেক। তিনি বলেন গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে সকলের কাছে একটি সেবামূলক আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের নাম রূপালী ব্যাংক কেন্দুয়া শাখাকে অতীতের চেয়ে আরো গতিশীল  করতে চাই। এজন্য চাই সকল মহলের আন্তরিক সহযোগিতা।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ধারা বাজার শাখার ব্যবস্থাপক হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করে আসা সিনিয়র এই কর্মকর্তা ১২ নভেম্বর রোববার রূপালী ব্যাংক কেন্দুয়া শাখায় ম্যানেজার হিসাবে যোগদান করেন।

নেত্রকোনা জেলার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বাইশদার কান্দাপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি। তার পিতা আলী ওসমান ও মাতা জহুরুন্নেছা। ১৯৯৭ সালে লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে কৃর্তিত্বের সাথে এসএসসি পাস করার পর নেত্রকোনা আবু আব্বাস কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ইউনিভার্সিটি স্ট্যোম্পফোর্ড-এ লেখাপড়া শেষ করেন।

২০০৮ সালে জনতা ব্যাংকে অফিসার হিসাবে কর্মে যোগদান করেন। পরবর্তীতে ২০১০ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলছেন। ২০১০ সালে তিনি বিবাহসূত্রে সংসার জীবনে আবদ্ধ হন। দুই কন্যা সন্তানের জনক আব্দুল মালেক রোববার রূপালী ব্যাংক কেন্দুয়া শাখায় ম্যানেজার হিসাবে যোগদান করার পর সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। দুপুরে এই প্রতিনিধির সাথে খোলামেলা আলোচনা কালে তিনি বলেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। এজন্য চাই সকল মহলের আন্তরিক সহযোগিতা।

(এসবি/এএস/নভেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test