E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমলগঞ্জে অবৈধভাবে আমদানি করা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

২০২৩ নভেম্বর ১৪ ১৭:৫৯:৩০
কমলগঞ্জে অবৈধভাবে আমদানি করা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ১২শত কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে মেসার্স জমশেদ ট্রেডাস এর স্বত্তাধিকারী জমশেদ খাঁন-কে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কাঁচা বাজারে (ভেতর বাজার) অভিযান চালিয়ে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে জব্দ করা হয় এসব অবৈধ ভারতীয় চিনির বস্তা।

অভিযানে নেতৃত্ব দেয়া কমলগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ওহফরধহ ডযরঃব ঝঁমধৎ লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২শত কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী ওই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে এবং বস্তা থেকে খুলে খুচরা বাজারে বিক্রি করছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(একে/এএস/নভেম্বর ১৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test