E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়খোলা বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহার কঠিন চীবর দান ও উর্দ্ধমুখী সম্প্রসারণ ছাত্রাবাস ভবন উদ্বোধন

২০২৩ নভেম্বর ১৫ ০০:১৫:০৬
বড়খোলা বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহার কঠিন চীবর দান ও উর্দ্ধমুখী সম্প্রসারণ ছাত্রাবাস ভবন উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে বড়খোলা বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠিত ‘কঠিন চীবর দান’ উৎসব অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ৩ টায় দিকে বড়খোলা পাড়া বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহার দায়ক-দায়িকা আয়োজনে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্যসুইউ মারমা সভাপতিত্বে'র এতে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত ঞানা ওয়াইংসা মহাথের। প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এসময়ে প্রধান পূণ্যার্থী অংসুইপ্রু চৌধুরী বলেন, ধর্ম মানুষকে ধৈর্য্য ও সহনশীল হতে শিক্ষা দেয় মানুষের সেবা করা মহৎ ধর্ম। তবে সমাজে কিছু দুষ্টু লোক থাকে যে দুষ্ট লোকের কোন ধর্ম নেই, বর্ণ নেই, সম্প্রদায় নেই তাদের কোন গ্রহণযোগ্যতাও নেই।

কিছু সমাজে এ ধরনের দুষ্টু লোক থেকে নিজেদের সচেতন থাকার আহ্বান জানান।এরপর ২৪ ঘণ্টার মধ্যে তৈরি চীবর (বৌদ্ধ সাধকদের পরার কাপড়) উপস্থিত শ'শ নারী-পুরুষের সাধুবাদ ধ্বনির মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের দান করেন। পরে তা সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে চীবর দানের পাশাপাশি ধর্মীয় রীতিতে পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দানসহ নানা দানের কাজ সম্পন্ন করা হয়। এরপর ত্রিশ জন ভিক্ষু একযোগে ধর্মীয় প্রার্থনা করেন। অনুষ্ঠানে ডলুইছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ তিষা মহাথের পুণ্যার্থী নারী-পুরুষের উদ্দেশে ধর্মীয় দেশনা (উপদেশ বাণী) দেন। পরে বিহার প্রাঙ্গণে সারি সারি প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয়।

এর আগে বেলা আড়াইটায় দিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অর্থায়ন এবং রাঙামাটি জেলা পরিষদ বাস্তবায়নের ৩০ লাখ টাকা ব্যয়ে কাপ্তাইয়ে বড়খোলা পাড়া বুদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহার সংলগ্ন উর্দ্ধমুখী সম্প্রসারণ ছাত্রাবাস ভবন উদ্ধোধন করেন,রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অসাম্প্রদায়িক নেতা অংসুইপ্রু চৌধুরী।

এসময়ে বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা,রাইখালী ৩২১ মৌজা হেডম্যান উশোয়ে শোয়ে চৌধুরী।

(আরএম/এএস/নভেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test